ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মগটুলা ইউপি উপ-নির্বাচনে জাপা’র হাদী বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
মগটুলা ইউপি উপ-নির্বাচনে জাপা’র হাদী বিজয়ী

ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মানোনীত প্রার্থী আব্দুল হাদী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর স্থানীয় রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।



সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে ২২ হাজার ২’শ ২৮ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ১’শ ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ প্রার্থী। এতে ৬ হাজার ৬’শ ৯০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আব্দুল হাদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদরুজ্জামান মামুন অটোরিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২০০ ভোট।  
এদিকে নির্বাচনে স্থানীয় নাওরী ইকুরিয়া কান্দা ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন উজ্জল মিয়া ও নূর মোহাম্মদ নামের দুই যুবক।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকারের ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে নূর মোহাম্মদকে ১ হাজার টাকা ও উজ্জল মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট মগটুলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীরা অংশ নিলেও বিএনপির কোনো প্রার্থী  অংশ নেয়নি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।