ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৪৪ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নেকমরদ গরুর হাট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নেকমরদ ঢাকাইয়া পট্টির আব্দুস সাত্তারের ছেলে শামী (৩৮), নেকমরদ কলোনির মৃত আসির উদ্দীনের ছেলে দুলাল হোসেন (৩২), সদর উপজেলার ভাওলার হাট গ্রামের বাসিন্দা কসিউর রহমান (৪০) ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে দর্শন আলী (২৬)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই চারজনকে আসামি করে ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমজেড