রাজশাহী: রাজশাহী মহানগরী থেকে ৩শ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মহানগরীর কাটাখালী শ্যামপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী বাস দেশ ট্রাভেলসে তল্লাশি চালিয়ে হেরোইনসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- বরিশালের মুলাদী থানার আনোয়ার হোসেন হাওলাদার (৩২) ও আজিজুল খান (২৪)।
লুৎফর রহমান আরও জানান, এ ঘটনায় রাজশাহী সদর সার্কেলের পরিদর্শক খলিলুর রহমান বাদী হয়ে মহানগরীর মতিহার থানায় মামলা করেছেন। আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস/এএ