ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৪৪ বছর পর দুই মুক্তিযোদ্ধার ঠিকানা শনাক্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
৪৪ বছর পর দুই মুক্তিযোদ্ধার ঠিকানা শনাক্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শহীদ ল্যান্স নায়ক মোস্তাফিজুর রহমান ও শহীদ হাবিলদার মিয়া। ১৯৭১ সালের অকুতোভয় দুই শহীদ মুক্তিযোদ্ধা।

এতদিন লোকে শুধু তাদের কবর চিনত। কিন্তু জানতো না মোস্তাফিজুর রহমান ও মিয়া হোসেনের ঠিকানা। কোথায় তাদের বাড়ি আর কোনো আপনজনও আজও আছে কিনা।

দীর্ঘ ৪৪ বছর পর তাদের ঠিকানা খুঁজে বের করেছেন চট্টগ্রাম বিনোয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহবুবব কবির মিলন। ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমানের বাড়ি ভোলা এবং হাবিলদার মিয়া হোসেনের বাড়ি নেত্রকোনা জেলায়।

আগামী ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের দশমাইল বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দুই শহীদ যেখানে চিরনিদ্রায় শুয়ে আছেন সেখানে নিয়ে তিনি যাবেন তাদের পরিবারের সদস্যদের।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।