ঢাকা: শহীদ ল্যান্স নায়ক মোস্তাফিজুর রহমান ও শহীদ হাবিলদার মিয়া। ১৯৭১ সালের অকুতোভয় দুই শহীদ মুক্তিযোদ্ধা।
দীর্ঘ ৪৪ বছর পর তাদের ঠিকানা খুঁজে বের করেছেন চট্টগ্রাম বিনোয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহবুবব কবির মিলন। ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমানের বাড়ি ভোলা এবং হাবিলদার মিয়া হোসেনের বাড়ি নেত্রকোনা জেলায়।
আগামী ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের দশমাইল বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দুই শহীদ যেখানে চিরনিদ্রায় শুয়ে আছেন সেখানে নিয়ে তিনি যাবেন তাদের পরিবারের সদস্যদের।
বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএইচ