ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে মাইক্রোবাস চাপায় নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
রামুতে মাইক্রোবাস চাপায় নারীসহ নিহত ২ ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় তেচ্ছিরবুল এলাকায় রাস্তা পারাপারের সময় নারীসহ ২জন নিহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিরবুল এলাকায় এ ঘটনা ঘটে।



নিহতরা হলেন, ওই এলাকার সুরেশ মল্লিকের স্ত্রী রাখি মল্লিক (৩৮) ও কাজল মল্লিকের ছেলে জিয়া মল্লিক (১৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেচ্ছিরবুল এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে একটি দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় রাখি মল্লিক ঘটনাস্থলে  ও কাজল মল্লিককে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বাংলানিউজকে জানান, নিহত ব্যক্তিদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।