ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মোস্তাফিজুর রহমানের স্ত্রী সুফিয়া রহমানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
মোস্তাফিজুর রহমানের স্ত্রী সুফিয়া রহমানের মৃত্যু

ঢাকা: বার্ধক্যজনিত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব এবং বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র , বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী  প্রয়াত মোস্তাফিজুর রহমানের স্ত্রী সুফিয়া রহমান (৭২) মৃত্যুবরণ করেছেন।

বুধবার রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যবরণ করেন।

তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিএনপি চেয়ারপাসনের প্রেস ‍উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মরহুমার মরদেহ এ্যাপোলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সেখান থেকে বৃহস্পতিবার সকালে তার বনানীর ডিওএইচএস‘র বাসায় নিয়ে ‍যাওয়া হবে।

বাদ জোহর গুলশানের আযাদ মসজিদে নামাজে জানাযা শেষে বনানী কবস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে এক বিবৃতিতে সুফিয়া রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এজেড/এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।