বগুড়া: বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ ও উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলীকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বুধবার (২৮অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে গাবতলী মডেল থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ নিজেই বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তাকে পুলিশ অফিসের লাইন অফিসে বদলি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে গাবতলী থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নাশকতারোধে গোটা দেশের মতো বগুড়া জেলা পুলিশও নাশকতাকারীদের ধরতে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে। সে অনুযায়ী নাশকতাকারীদের নামের তালিকাও প্রস্তুত করা হয়।
এদিকে অভিযান চলমান থাকা অবস্থায় গাবতলী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কোরবান আলী জামায়াত শিবির নেতাকর্মীদের গ্রেফতারের উদ্দেশে তৈরি করা নামের সেই তালিকা গোপনে থানা থেকে ফাঁস করে দেয়। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারেন।
এ অভিযোগে মঙ্গলবার (২৭অক্টোবর) রাতে জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানের এক আদেশে প্রথমে উপ পরিদর্শক (এসআই) কোরবান আলীকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পরদিন বুধবার (২৮অক্টোবর) সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদকেও প্রত্যাহার করে পুলিশ অফিসে সংযুক্ত করা হয় বলে সূত্রটি জানায়।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমবিএইচ/এসএইচ