ঢাকা: কেক কেটে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে এর কর্তকর্তারা। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর মধ্যে সকালে মিনি ম্যারাথন দৌড়সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টায় প্রতিষ্ঠবার্ষিকীর কেক কাটেন সভাপতি সফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ অন্যান্য ক্লাব কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, তিন সিটি করপোরেশনের (ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম) মেয়র, দৈনিক প্রভাতের সম্পাদক মুজাফ্ফর হোসেন, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।
কেক কাটার পরে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। এতে গান ও নৃত্য পরিবেশন করেন, রেজওয়ানা চৌধুরী বন্য, ফেরদৌস আরা, বাপ্পা মজুমদার, কুনালসহ আমন্ত্রিত শিল্পীরা।
এরপর শুরু হয় নৈশভোজ ও চসিক মেয়রের আয়োজনে মেজবান। প্রায় ২ হাজারের মতো আমন্ত্রিত অতিথি এতে অংশ নেন।
সব শেষে র্যাফেল ড্র’য়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমবিএইচ/এসএইচ