ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে প্রবারণা উপলক্ষে রথযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বান্দরবানে প্রবারণা উপলক্ষে রথযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎস প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে ফানুস উড়িয়ে রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।



এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মার্মা, আদিবাসী গবেষক সিংইয়ং ¤্রাে, উপজাতীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিচালক মংহ্নৈচিং প্রমুখ।

পরে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়েজনে শহরের পুরাতন রাজবাড়ি মাঠ হতে “ছংরাসিহ্ ওয়াগ্যোয়াই লাহ্ রাথা পোয়েঃ লাগাইমে”... (সবাই মিলে মিশে রথ যাত্রায় যাই) এ বিশেষ মারমা গান পরিবেশনের মাধ্যমে রথযাত্রা শুরু হয়ে রাজগুরু ক্যাং এর সামনে গিয়ে শেষ হয়।

পাংখো নৃত্যের তালে তালে রথে মোমবাতি প্রজ্জ্বলন এবং নগদ অর্থ দানে অংশ নেয় শতশত মারমা ও বৌদ্ধ ধর্মাবলম্বী পূণ্যার্থীরা। এতে দেশি-বিদেশী পর্যটকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে।

এদিকে এ উৎসব উপলক্ষে শহরের বিভিন্ন ক্যাং-এ দিনব্যাপী ছোয়াইং দান (খাবার প্রদান) সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্জ্বলন, রাতে মারমা পল্লীগুলোতে ঐতিহ্যবাহী পিঠা তৈরি উৎসবে মেতে উঠেছিল বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

রাতে মারমা তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ পূর্ণ্যার্থীরা গান-বাজনা আর বাহারী পোশাকে সজ্জিত হয়ে রাস্তায় নেমে এসে এ উৎসবকে বরণ করে নেয়।

উৎসব উদযাপন কমিটির সভাপতি মংচিংনু মার্মা জানান, এবারের প্রবারণা উৎসব অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সফল ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবকে ঘিরে বান্দরবানে আনন্দের জোয়ার বইছে। সব সম্প্রদায়ের লোকজন এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেছে। আশা করছি এ বন্ধন অটুট থাকবে।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা তিন মাস ধর্মীয় কাজ (বর্ষা বাস) শেষে ও শীল পালনকারীরা প্রবারণা পূর্ণিমার দিনে বিহার থেকে নিজ নিজ সংসারে ফিরে যান। এ কারণেই এ বিশেষ দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ।

** উড়লো প্রবারণার ফানুস, ভাসলো প্রদীপ নৌকা

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।