ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপর‍াধ মামলার আসামির ঢামেকে মৃত্যু

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
মানবতাবিরোধী অপর‍াধ মামলার আসামির ঢামেকে মৃত্যু ফাইল ফটো

ঢামেক: মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নেত্রকোনার আহম্মদ আলী (৭০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার‍া গেছেন।
 
বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢামেকে কর্তব্যরত কারারক্ষী জাকারিয়া।


 
জাকারিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে রাত সোয়া ৯টার দিকে তাকে ঢামেকের নতুন ভবনের ৭০১ ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাত সোয়া ১২টায় তিনি মারা যান।
 
এর আগে ১০ সেপ্টেম্বর আহম্মদ আলীকে ঢামেকে ভর্তি করা হয়। ২১ সেপ্টেম্বর তাকে আবার কারা হেফাজতে নেওয়া হয়।
 
মুক্তিযুদ্ধের সময় তিনি নেত্রকোনায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান জাকারিয়া।
 
বাংলঅদেশ সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এজেডএস/এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।