ঢাকা: রাজধানীর নিউ ইস্কাটন রোডে ফুটপাতে রাখা গার্মেন্টের ঝুটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার দিনগত রাত ৩টা ৩৯ মিনিটে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর বাবুল মিয়া।
তিনি জানান, রাস্তার পাশে গার্মেন্টের ঝুট রাখা ছিল। পাশের গ্যাসলাইন থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়। তবে কোনো ভবনে আগুন লাগেনি।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসএ/এসএইচ