ঢাকা: পনেরো আগস্ট কি উৎসব ছুটি! অবশ্যই নয়। এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো।
ভিশন এ্যাপারেল ও ওপেক্স গ্রুপ নামে দু’টি কারখানার শ্রমিকরা বাংলানিউজকে বলেন, উৎসব ছুটির জন্য নির্ধারিত ১১ দিনের মধ্যে পনেরো আগস্টের ছুটিও রয়েছে। কিন্তু এ নিয়ে আমরা কথা বলি না ভয়ে। কথা বললে দেখা যাবে, ছুটিটাই বাতিল করে দেবে।
ভিশন এ্যাপারেল ও ওপেক্স গ্রুপই শুধু নয়, দেশের ৯০ শতাংশ গার্মেন্টসেই ১৫ আগস্টকে উৎসব ছুটির আওতায় রাখা হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে।
বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ সূত্র জানায়, শ্রম আইন ২০০৬ অনুযায়ী ১১ দিন উৎসব ছুটির কথা থাকলেও কোন কোন ছুটি এর অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়ে কিছু বলা নেই। তাই আইনের ফাঁক ফোকরের সুবিধা নেয় গার্মেন্টস মালিকরা।
পনেরো আগস্ট যেহেতু সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেহেতু এটিকে সরকারের নির্বাহী আদেশ বলে ছুটি হিসেবে রাখতে হবে। কিন্তু মালিকরা ভেবেছে, এই ছুটি দিলে বছরে শ্রমিকদের ছুটি আরো একদিন বেড়ে যাবে। তাই তারা উৎসব ছুটির আওতায় এই ছুটি রেখেছে।
বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ সভাপতি সিরাজুল ইসলাম রনি বাংলানিউজকে বলেন, দেশের অসংখ্য কারখানায় উৎসব ছুটি কেবল কাগজে কলমে রাখা হয়েছে। আর এই উৎসব ছুটির মধ্যেই রাখা হয়েছে পনেরো আগস্টের ছুটি। এটা আমাদের জন্য লজ্জাজনকই বটে।
তিনি বলেন, জাতীয় শোক দিবসের ছুটিকে মালিকরা কোন সাহসে উৎসব ছুটিতে রেখেছেন তা আমি ভাবতে পারি না। মালিকদের এমন হঠকারিতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানাই।
তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ বিজিএমইএ সদস্যরা। বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, উৎসব ছুটির যে আলাদা ভাগ আছে সে বিষয়েই আমি জানি না। আমি তো জানি, এক সঙ্গে বাৎসরিক ছুটির কথা বলা আছে। এ বিষয়ে আমি কিছু জানি না। তাই মন্তব্য করতে পারবো না।
শ্রম আইন ২০০৬ এর ১১৮ ধারা অনুযায়ী, যে কোনো কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের বছরে ১১ দিন উৎসব ছুটি দিতে হবে এবং এ ছুটি মালিক ধার্য করবেন।
শোক দিবসের ছুটিকে উৎসব ছুটির আওতায় রাখাকে আইন বহির্ভূত বলে মন্তব্য করে শ্রম আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ বাংলানিউজকে বলেন, আইন অনুযায়ী, পনেরো আগস্ট এর ছুটি সরকারের নির্বাহী আদেশ বলে ছুটি হিসেবে নির্ধারিত হতে হবে। এটি কিছুতেই উৎসব ছুটির আওতাধীন রাখা যাবে না। এটি শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক। তার চেয়ে বড় কথা, এটি আমাদের চেতনায় আঘাত করে।
জাতীয় শোক দিবসের ছুটি যারা উৎসব ছুটির মধ্যে রেখেছেন তাদের রাষ্ট্রীয়ভাবে শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ইউএম/জেডএম