ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হোসনী দালানে বোমা হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
হোসনী দালানে বোমা হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: হোসনী দালানে বোমা হামলার ঘটনায় মো. জামালউদ্দিন (৫০) নামে অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে হামলার রাতে নিহত হন দক্ষিণ কেরাণীগঞ্জের সানজু (১৫)।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামালউদ্দিন লালবাগ থানার ২২ নম্বর কাজী রিয়াজউদ্দিন রোড এলাকার মৃত মফিজউদ্দিনের ছেলে। তিনি লেস-ফিতা বিক্রেতা ছিলেন।

ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বোমা হামলার ঘটনায় আহত মোট ১৬ জন ঢামেকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন আজ মারা গেলেন, আর আরেকজন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন। ভর্তি আছেন এখনো ১৪ জন।

জামালউদ্দিনের ছোট ভাই লিটন জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে সন্ধাটিয়া গ্রামে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় রাজধানীর হোসনী দালানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে দক্ষিণ কেরাণীগঞ্জের পূর্ব চড়াইলে শুভাট্টা উত্তর পাড়ার বাসিন্দা ও সপ্তম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন সানজু নিহত হন। আহত হন আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫/আপডেট: ১০২৪ ঘণ্টা
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।