ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বেনাপোলে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সপ্না বেগম (২২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে ২৬ ব্যাটালিয়নের আমড়াখালী চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়।



আটক নারী যশোরের পালবাড়ি নওদাগা গ্রামের রাজু মোল্লার স্ত্রী।

আমড়াখালী বিজিবি চেকপোষ্টে কর্মরত বিজিবি সুবেদার হামিদ বাংলানিউজকে জানান, একটি ইজিবাইক বেনাপোল থেকে যাত্রী নিয়ে যশোরের দিকে যাওয়ার সময় সন্দেহজনক ভাবে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই নারীর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান জহিরুল।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।