ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
সিরাজগঞ্জে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে চালককে হত্যা করে ছিনতাই হওয়া ট্রাকসহ মালামাল উদ্ধার ও এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলার বনবাড়ীয়া এলাকা থেকে মালামাল ও তাদের আটক করা হয়।



আটকরা হলেন- বনবাড়ীয়া গ্রামের ফজলুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩০), রফিকুল ইসলাম (১৮), একই এলাকার মৃত আবুল শেখের ছেলে শহিদুল ইসলাম (৪৮), সোবাহান মন্ডলের ছেলে নূরুল ইসলাম (৪২) ও মৃত নিদার আলীর ছেলে আবু সায়েম (৩৬)।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নাটোর জেলার লালপুর থানার আহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। এরই স‍ূত্রধরে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় সদর উপজেলার বনবাড়ীয়া এলাকার আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ছিনতাই হওয়া ট্রাকের মালামালসহ ওই ৫ ডাকাতকে আটক করা হয়।

গত ২২ অক্টোবর চট্টগ্রাম থেকে বগুড়াগামী ইউনিলিভার কোম্পানি লি. এর মালামাল বহনকারী ট্রাকটি ঢাকার চান্দুরা এলাকায় পৌছালে যাত্রীবেশে ৪ ছিনতাইকারী ওঠেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা এলাকায় পৌছালে ছিনতাইকারীরা জোরপূর্বক ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সিরাজগঞ্জ রোড গোলচত্বরে পৌছার পর বগুড়ার দিকে যেতে না দিয়ে বিপরীত দিকে নিয়ে যান। রাত ৪টার দিকে শাহজাদপুর বাঘাবাড়ী ব্রিজ এলাকার বিন্নাবাড়ী নামক স্থানে পৌছলে চালক জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় তারা চালকের সহকারী তার ছেলে হাসানকেও শ্বাসরোধের চেষ্টা করে মৃত ভেবে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। নিহত চালক জাহাঙ্গীর হোসেন (৪৫) বগুড়া জেলা সদরের ছোট কুমুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে হাসান বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।