ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দ্য এজ-এ সজীব ওয়াজেদ জয়ের নিবন্ধ

অস্ট্রেলিয়ার ক্রিকেট সফর বাতিল জঙ্গিবাদেরই বিজয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
অস্ট্রেলিয়ার ক্রিকেট সফর বাতিল জঙ্গিবাদেরই বিজয় সজীব ওয়াজেদ জয়

ঢাকা: অস্ট্রেলীয় ক্রিকেট দলের সফর বাতিল জঙ্গিবাদকেই বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিত্তিক দৈনিক সংবাদপত্র ‘দ্য এজ’-এর মতামত বিভাগে প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন তিনি।

মতামতটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত হয়।

এতে সজীব ওয়াজেদ জয় লেখেন, আন্তর্জাতিক ক্রীড়া কর্মসূচিগুলো বিভিন্ন দেশ ও জাতির মধ্যে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। বোঝাপড়া ও আলোচনার দ্বার খুলে দেয়। আর এ কারণেই বাংলাদেশে ক্রিকেট অস্ট্রেলিয়ার সফর বাতিল শুধু এদেশের খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের জন্য হতাশার নয়, এ ঘটনায় আন্তর্জাতিক শিষ্টাচারের জন্যও একটি সুযোগ হাতছাড়া হয়ে গেছে।

গত ৯ অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার প্রশ্ন তুলে এ সফর বাতিল করে দলটি। শুধু তাই নয়, বাংলাদেশ সফরের ব্যাপারে অস্ট্রেলিয়ার জনগণকেও সাবধানতা অবলম্বনের কথা বলে দেশটির সরকার।

সজীব ওয়াজেদ জয় তার প্রবন্ধে লেখেন, ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার এখন পর্যন্ত কোনোরকম অঘটন ছাড়াই টেস্ট ও ওয়ানডে আসরের আয়োজন করে আসছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার উদ্বেগের কথা জানার পর বাংলাদেশ সরকার তাদের খেলোয়াড়দের অতিরিক্ত নিরাপত্তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল, যেমনটা রাষ্ট্র বা সরকার প্রধানদের দেওয়া হয়ে থাকে। তারপরও ক্রিকেট অস্ট্রেরিয়া তাদের সফর বাতিল করে। আর এই ঘোষণার দিন যদি কেউ বিজয়ী হয়ে থাকে, তা শুধুই জঙ্গিবাদ।

তিনি বলেন, ক্রিকেটপ্রেমী ও বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমি বলতে চাই, তাদের খেলতে দেওয়া হোক। সহিংসতার হুমকিদাতাদের সামনে আমাদের কিছুতেই মাথানত করা উচিত নয়। আমাদের উচিত, ক্রীড়ার শক্তিকে দেশ ও সংস্কৃতির মেলবন্ধনের সেতু হিসাবে ব্যবহার করা।

‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, উভয় দেশের জন্যই হতাশার। বাতিল হওয়া এ সিরিজ বড় আসরে গুরুত্বপূর্ণ একটা স্থান করে নিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট দল ক্রমেই বড় হচ্ছে। প্রতিদিনই এর শক্তিবৃদ্ধি হচ্ছে। নিজের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে এ মুখোমুখি লড়াই প্রতিযোগিতামূলক ও আনন্দদায়ক হয়ে উঠতো। সিরিজটা অনুষ্ঠিত হওয়া উচিত ছিল। ’

তিনি লেখেন, এ বক্তব্য শুধু আমার একার নয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার দলপতি স্টিভ স্মিথও একই মত দিয়েছেন। তিনি বলেছেন, তিনি ও তার সহকর্মীরা বাংলাদেশের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। এই সিরিজেই স্মিথ প্রথম কোনো পূর্ণ সিরিজে নেতৃত্ব দিতেন। কাজেই তার বিরক্তি ও হতাশা দুই দেশের বহু ক্রিকেটপ্রেমীকেই ছুঁয়ে গেছে।

‘অস্ট্রেলীয় ক্রিকেটের কিংবদন্তি ইয়ান চ্যাপেলও স্মিথের সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যদি ভারত সফরের সময় একই পরিস্থিতির উদ্ভব হতো, তাহলে কি করা হতো? উত্তরটা খুব সম্ভবত হতো, সিরিজ চলবে। ’

‘এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে রাজনৈতিক কারণও রয়েছে। তবে এ সিদ্ধান্ত ছিল খুবই নিম্নমানের পছন্দ। যখন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই নেওয়া হচ্ছিল, তখন এমনভাবে সফর বাতিল জঙ্গিবাদকেই বিজয়ী করে। আর তা অস্ট্রেলিয়া ও আমার দেশের জন্য পরাজয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ এটাই চেয়েছিল। ’

‘বিভিন্ন সময়েই রাজনৈতিক স্বার্থে বড় ধরনের ভূমিকা পালন করেছে ক্রীড়া এবং বিভিন্ন জাতিকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে। লড়াইয়ের বিপরীতে অলিম্পিকের কি আর কোনো বিকল্প আছে? জাতিসংঘেরও ক্রীড়ায় অর্থায়নের পেছনে কারণ রয়েছে। আর তা হলো, সম্পর্কোন্নয়েনর মাধ্যমে শান্তির দরজা খোলা। এ নীতি কাজও দিয়েছে। ’

তিনি লেখেন, দীর্ঘ নয় বছর পর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা দুই দেশের দ্বৈরথ দেখতে চলেছিল। তরুণ অস্ট্রেলীয় দলের সঙ্গে নিজের দল কেমন করে, তা দেখতে বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকরা মুখিয়ে ছিল। কিন্তু সফর বাতিলের এ সিদ্ধান্ত শুধু দুই দেশের ক্রিকেটপ্রেমীদের দুঃখ দেয়নি, খেলোয়াড় ও কোচদেরও হতাশ করেছে।

‘এটা সত্যিই দুঃখজনক, ক্রীড়া রাজনীতির কাছে পরাজিত হলো। সর্বোপরি, জঙ্গিবাদের কাছে শান্তির সবচেয়ে বড় বাহন মাথানত করলো। এ ঘটনা বা এর পুনরাবৃত্তি কিছুতেই কাম্য নয়। ’

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।