নাটোর: নাটোর জেলার সদর উপজেলায় আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যক্তি বাসর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বড়হরিশপুর ইউনিয়নে ভোরে বাড়ির পাশে গাছের সঙ্গে দড়ি পেঁচিয়ে রহিম আত্মহত্যা করেন।
রহিম একই ইউনিয়নের ঋষি নঁওগা গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ষষ্ঠ শ্রেণির মেয়ের (১৩) সঙ্গে বিয়ে হয় সৌদি প্রবাসী আব্দুর রহিমের। সকালে রহিমের মরদেহ বাড়ির পাশে একটি গাছের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, পছন্দের মেয়ে থাকা সত্ত্বেও পরিবার থেকে জোর করে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ায় রহিম আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫ (আপডেট: ১৭২৯ ঘণ্টা)
এটি/টিআই