নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারমারী লহ্মীপুর গ্রামের বাসিন্দা সত্যবান হাজংকে (৩০) হত্যার দায়ে চার আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত।
একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ দণ্ডাদেশ দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-উপজেলার বারমারী গ্রামের মৃত আছমত আলীর ছেলে রহিম উদ্দিন (৪৫), মৃত গিয়াস উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৪০), আমজাদ আলীর ছেলে কাজিম উদ্দিন (৩৫) ও মৃত পরেশ রংদীর ছেলে ধীরেশ সাংমা।
এই হত্যা মামলাটি পরিচালনায় ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কমলেশ কুমার চৌধুরী। তিনি বাংলানিউজকে জানান, সত্যবান হাজং ছিলেন হাজং সম্প্রদায়ের ‘হাজং কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি একটি বেসরকরি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ওই মামলায় দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাজনৈতিক ও চাকরি সংক্রান্ত বিষয়ে সত্যবান হাজংয়ের পূর্ব শত্রুতা ছিলো। সেই শত্রুতার জেরে ২০০৬ সালের ২৩ এপ্রিল বিকেল ৫টার দিকে বারমারী লহ্মীপুর গ্রামে সত্যবানকে হাজংকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরের দিন সত্যবানের বাবা তুশিল হাজং ওই হত্যা মামলার বাদী হয়ে থানায় মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
টিআই