ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
শ্রীবরদীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে শরাফত আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।



বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চকবন্দী মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরাফত আলী স্থানীয় টাকির উদ্দিন শেখের ছেলে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বাংলানিউজকে বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরাফত আলীসহ কয়েকজন যাত্রী  ঝগড়ারচর বাজার থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি মালবাহী ট্রাক পেছন থেকে ইজিবাইটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি  নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শরাফত আলীর মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে একজনের অবস্থার অবনতি হলে তাকে  শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।