ঢাকা: নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
পুরনো জেলা হিসেবে নিজস্ব ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি অন্য জেলা থেকে নোয়াখালীকে আলাদা করেছে জানিয়ে বক্তরা বিভাগ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বিভাগ বাস্তবায়ন ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী এবিএম জিল্লুর রহমান ছাড়াও লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর সমন্বয়ক এবং বিভিন্ন ব্যক্তি বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমআইএইচ/এইচআর/এএ