ঢাকা: রাজধানীতে পৃথক পৃথক স্থানে লাকি আক্তার (১৬) ও ফাতেমা আক্তার প্রান্তিকা (১৭) নামের দুই তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে মিরপুর জনতা হাউজিংয়ের ১ নং রোডের ১ নং বাড়ি থেকে লাকি আক্তারের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত লাকির দুলাভাই আলী আজগর জানান, বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় স্কুল থেকে ফিরে দরজা আটকিয়ে শুয়ে পরে লাকি। রাতে অনেকবার দরজা খুলতে বললেও দরজা না খোলায় দরজা ভেঙ্গে তার গলায় ফাঁস দেয়া মৃতদেহ ঝুলতে দেখেন তারা।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার রাতেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে রাজধানীর উত্তরখানে রহস্যজনক মৃত্যু হয়েছে ফাতেমা আক্তার প্রান্তিকা (১৭) নামের আরেক তরুণীর।
বৃহস্পতিবার উত্তরখানের কোজিরবাটান আবাসিক এলাকার ৫ নং রোডের ১৬৪৩/১ নং বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ফাতেমা আক্তার প্রান্তিকার পিতার নাম এডভোকেট কামাল উদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, বৃহস্পতিবার ভোর রাতে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত প্রান্তিকার পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কিছুদিন আগে পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে হয়েছিলো। বিয়ের কিছুদিন পর তার প্রেমিকের সাথে সে পালিয়ে যায়। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। এই অশান্তির জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মেডিকেলে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এজেডএস/জেডএফ/আরআই