ঢাকা: ভিয়েতনামের স্বাধীনতার জনক হো চি মিনের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নবাব সলিমুল্লাহ একাডেমির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'গ্রেট লিডার হো চি মিন: ফাউন্ডার অব ভিয়েতনাম' শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নউয়েন কুয়াং থুক। বিশেষ অতিথি ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ।
ভিয়েতনামের রাষ্ট্রদূত কুয়াং থুক বলেন, হো চি মিন শুধু নতুন ভিয়েতনামের স্থপতিই নয়, তিনি ভিয়েতনামে নতুন যুগের সূচনাকারী। হো চি মিন ভিয়েতনাম থেকে পুঁজিবাদ অপসারণ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যা ভিয়েতনামসহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের জন্যও গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত।
ভিয়েতনামের রাষ্ট্রদূত এসময় 'অ্যাঙ্কেল হো'র লড়াই সংগ্রামের বিভিন্ন ঘটনাও তুলে ধরেন।
আলেকজান্ডার নিকোলায়েভ বলেন, হো চি মিন কেবল ভিয়েতনামের শ্রেষ্ঠ সন্তানই নয়, তিনি পুরো বিশ্বেরই অন্যতম শ্রেষ্ঠ মানব। ভিয়েতনামের নতুন প্রজন্মের কাছে মহান নেতা হিসেবেও অধিষ্ঠিত।
রাশিয়ার রাষ্ট্রদূত এসময় বাংলাদেশের সঙ্গে দেশটির হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন।
আলোচনা সভার শুরুতে হো চি মিনের জীবনী নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এইচআর/এএ