হিলি(দিনাজপুর): বিদেশ থেকে কোনো অপরাধী যেন দেশে প্রবেশ করতে না পারে সেইসাথে দেশ থেকে যেন কোনো অপরাধী ভারতে পাড়ি জমাতে না পারে সেজন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্টে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
সম্প্রতি সালাউদ্দিন কাদের চৌধুরী তার পক্ষে ৫জন পাকিস্তানি সাফাই সাক্ষীর নাম বলেছেন তারা যেন কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে এবং পাশাপাশি দেশে ২ বিদেশি নাগরিক ও ১ পুলিশ কর্মকর্তা হত্যার সঙ্গে জড়িত কোনো আসামি যেন দেশ ত্যাগ করে ভারতে পাড়ি জমাতে না পারে সেজন্য এ সতর্কতা জারী করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের পাশাপাশি হিলি ও এর আশপাশের সীমান্ত এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকেও অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান বাংলানিউজকে জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যেন কোনো সন্ত্রাসী দেশে আসতে এবং দেশ থেকে বিদেশে যেতে না পারে সেজন্য আমরা সর্বদাই সতর্ক অবস্থায় থাকি।
সম্প্রতি কিছু বিদেশি নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সেসব বিদেশিরা যেন কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্বদা সতর্ক রয়েছি।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ