ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
চান্দিনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।



বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি গিয়াস উদ্দিন জামাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া লিটন, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ।

এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।