ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ১২ মাদকসেবী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
দিনাজপুরে ১২ মাদকসেবী আটক

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।



আটকেরা হলেন-জহুরুল ইসলাম (৩৯), রুবেল হোসেন (৩৫), শরিফুল ইসলাম (৩১), জাকির হোসেন (২৪), আমজাদ আলী (৩৫), সিরাজ মিয়া (৩৮), ফয়সাল হোসেন (১৯), গুলজার (২৭), মহসিন আলী (৪৫), শ্রী জনি দাস (২৫) ও শাহাদৎ হোসেন (৩৬)। বাকি একজনের নাম জানা যায়নি।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, আটকদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ পুড়িয়া হেরোইন, ৩০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতেই তাদের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।