ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ইতালী প্রবাসীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
গোপালগঞ্জে ইতালী প্রবাসীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে নুরুল আমীন মোল্লা (৪০) নামে এক ইতালী প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার স্ত্রী ইরাজী বেগমকেও (৩০) কুপিয়ে মারাত্মক আহত করেছে।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত নয়টার দিকে শহরতলীর হেমাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমীন মোল্লা ওই এলাকার হাজী নাদের আলীর ছেলে।

নিহতের স্ত্রী ইরাজী বেগম বলেন, রাতের খাবার খাওয়ার সময় ৪ জন মুখোশধারী দুর্বৃত্ত ঘরের মধ্যে ঢুকে আমার স্বামীকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ সময় আমি ঠেকাতে গেলেও দুর্বৃত্তরা আমাকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাদের হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক আমার স্বামী নুরুল আমীন মোল্লাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।