নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষক বাচ্চু মিয়া ও রহিম ফকিরের দু’টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খসখসিয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই বাড়ির সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ছনের ঘর হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং নিমিষেই বাড়ি দু’টি পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এএসআর