ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মৃদু ভূমিকম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
সিলেটে মৃদু ভূমিকম্প

সিলেট: সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তিন-চার সেকেন্ড স্থায়িত্বের কম্পনে কেঁপে ওঠে বাড়ি-ঘর।



নগরীর বিভিন্ন এলাকা থেকে মুঠোফোনে বাংলানিউজকে এ তথ্য জানান স্থানীয়রা।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর রাত ৪টা ১৭ মিনিটের সময় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা কত ছিলো –তাৎক্ষণিক মুহূর্তে তা জানা যায়নি।

নগরীর মিরাবাজারের বাসিন্দা শরিফ এহসানুল হক জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভবনটি কেঁপে ওঠে।

করের পাড়ার এলাকা থেকে সংবাদকর্মী বিপ্লব দেব বাংলানিউজকে জানান, তিনিও ভূমিকম্প অনুভূত হওয়া বুঝতে পেরেছেন। ভূমিকম্পে ওই এলাকার বাড়ি-ঘর কেঁপে উঠেছিলো। তবে তা বেশিক্ষণ নয়।

একইভাবে শাহী ঈদগাহের মোহাম্মদ টুটুল, পূর্ব জিন্দাবাজারের মাজেদ আহমদও ভূকম্পন অনুভূত হওয়ার তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এএএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।