ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে তুলার গুদাম ও মুদি দোকানে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
গাজীপুরে তুলার গুদাম ও মুদি দোকানে আগুন ছবি: প্রতীকী

গাজীপুর: টঙ্গীর মিলগেট এলাকার তুলার গুদাম ও কালিয়াকৈরে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার তুলার গুদাম ও বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সেলিম মিয়া বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় একটি টিনশেটের তুলার গুদামে আগুন লাগে। মুহুর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে  টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।

সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার কর্মীরা।   তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা অপূর্ব জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘিরপাড় এলাকায় হাশেম আলীর মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোক‍ানের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার কর্মীরা।   বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।