ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতিতে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
কালিহাতিতে ট্রাকচাপায় নারীসহ নিহত ২ ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মুলিয়া এলাকায় ট্রাকের চাপায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন-মুলিয়া গ্রামের মনছের আলী (৩৫) ও জমেলা বেগম (৪৫)।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকাগামী পেঁয়াজভর্তি একটি ট্রাক কালিহাতির মুলিয়া এলাকায় এসে দাঁড়িয়ে ছিল। ট্রাক থেকে কিছু পেঁয়াজ পড়ে গেলে ওই দুইজন সেগুলো কুড়াতে থাকেন। এসময় ঢাকাগামী অপর একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।