টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মুলিয়া এলাকায় ট্রাকের চাপায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মুলিয়া গ্রামের মনছের আলী (৩৫) ও জমেলা বেগম (৪৫)।
কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকাগামী পেঁয়াজভর্তি একটি ট্রাক কালিহাতির মুলিয়া এলাকায় এসে দাঁড়িয়ে ছিল। ট্রাক থেকে কিছু পেঁয়াজ পড়ে গেলে ওই দুইজন সেগুলো কুড়াতে থাকেন। এসময় ঢাকাগামী অপর একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএ