ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের ঝিলংজা জানারঘোনা এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি  সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আটজন।



শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাইক্রোবাসের চালক মিন্টু বড়ুয়া ও যাত্রী স্বপনা দাশ। আহতদের মধ্যে কক্সবাজার শহরের গাড়ির মাঠ এলাকার মৃদুল দাশ, তার ছেলে কার্তিক, সদর উপজেলা ইসলামপুর এলাকার নুর আহমদের ছেলে আবুল কাশেম, মানিকগঞ্জের মোতালেবের ছেলে রিপন, চকরিয়া মাইজঘোনা এলাকার আবুল কালামের ছেলে নাছির উদ্দিন, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের মোস্তফা কামালের ছেলে রিয়াজ উদ্দিন ও চকরিয়া আজিজ নগর এলাকার হানিফকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

তবে হানিফ পরিবহনের কেউ আহত বা নিহত হয়েছে কিনা সে খবর পাওয়া যায়নি।      

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৬৫১) কক্সবাজার যাওয়ার পথে ঝিলংজা জানারঘোনা এলাকায় চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের (চট্টমেট্রো-চ-১১-৩১১২) সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু বড়ুয়া ও স্বপনা দাশের মৃত্যু হয়। মিন্টু বড়ুয়া চকরিয়া সদর এলাকার বেদু বড়ুয়ার ছেলে এবং স্বপনা দাশ কক্সবাজার শহরের গাড়ি মাঠ এলাকার মৃদুল দাশের স্ত্রী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার ও চট্টগ্রাম হাসপাতালে পাঠিয়েছে। নিহত চালক ও যাত্রীর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫/আপডেট: ১২৫৪ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।