ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে মেয়ের লাথিতে মুক্তিযোদ্ধা বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
টঙ্গীতে মেয়ের লাথিতে মুক্তিযোদ্ধা বাবার মৃত্যু

গাজীপুর: টঙ্গীর নিরেশপাড়া এলাকায় মেয়ের লাথিতে এক মুক্তিযোদ্ধা বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বাংলানিউজকে বলেন, শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টায় বাবা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে মেয়ে উত্তেজিত হয়ে বাবা ফজলুল হককে (৭০) লাথি মারলে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত ফজলুল হক টঙ্গীর নিরেশপাড়া এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।