সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজে ২৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে আন্দোলনে নামছে শিক্ষার্থীরা।
দাবি আদায়ে তারা ৩১ অক্টোবর (শনিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘটের ডাক দিয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘ প্রতীক্ষার পরও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি। ৩০ শয্যা নিয়ে শুধুমাত্র মেডিসিন ওয়ার্ড চালু করা হয়েছে। যা শিক্ষার্থীদের ক্লিনিক্যাল কার্যক্রমের জন্য যথেষ্ট নয়। কিন্তু চূড়ান্ত পেশাগত পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু হওয়া বাধ্যতামূলক।
একই কথা বলে সাতক্ষীরা মেডিকেলের শিক্ষার্থী তাজুল বলেন, ক্লিনিক্যাল কার্যক্রমে এক্সপার্ট না হলে আমরা চিকিৎসা করবো কিভাবে। আমাদের বার বার আশ্বস্ত করা হলেও একের পর এক বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু ২৫০ শয্যা হাসপাতাল চালুর ব্যাপারে কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। তাই বাধ্য হয়ে আমাদের আন্দোলনে নামতে হচ্ছে।
তাজুল আরো বলেন, আমরা শনিবার থেকে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত ক্লাস, আইটেম, কার্ড, টার্ম ও ওয়ার্ডসহ সব কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছি।
এ বিষয়ে অধ্যক্ষকেও লিখিতভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
৪ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাতক্ষীরা মেডিকেল কলেজকে ২৫০ শয্যা হাসপাতাল হিসেবে উদ্বোধন করেন। কিন্তু এর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও চালু হয়নি ২৫০ শয্যা হাসপাতাল।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএ