পাবনা: পাবনায় প্রাক প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মাওলানা আবু দাঈদ সুরুজি (২৭) নামে এক যুবককে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোলেমান আলী এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সুরুজি সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামের শমসির আলীর ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, পাবনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সুরুজির নিজস্ব মোবাইল (০১৭৩৫-২৪১২০৫) নম্বরে ৬ বারে এসএমএসের মাধ্যমে সম্পূর্ণ পরীক্ষার ৮০ নম্বরের উত্তর আসে।
অবৈধভাবে পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করায় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সুরুজিকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএ