সাভার (ঢাকা): সাভারের শোভাপুর এলাকায় ইনডেক্স অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় চাঁদা না পেয়ে অস্ত্র ঠেকিয়ে মালমাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের কাছে এ অভিযোগ জানায় কারখানা কর্তৃপক্ষ।
কারখানাটির ম্যনেজার মোস্তাক আহমেদ বংলানিউজকে বলেন, গত কয়েক দিন ধরে ইনডেক্স অ্যাপারেলস কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আলমের কাছ থেকে লাখ টাকা চাঁদা চেয়ে আসছিলো স্থানীয় সন্ত্রাসীরা। কিন্তু সে টাকা দিতে অস্বীকৃতি জানালে ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তিন দফায় মালামাল নিয়ে যায় সন্ত্রাসীরা।
সবশেষ সন্ত্রাসীরা প্রকাশ্যে কারখানায় প্রবেশ করে শিফমেন্টের ১০৮ কার্টন রেডিমেন্ট টপ বটন সেট (আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা) গাড়িতে করে লুটপাট করে নিয়ে যায়।
এদিকে শিফমেন্টের মালামাল লুট করে নিয়ে যাওয়ায় ওই কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিকের বেতন দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান কারখানার এই কর্মকর্তা।
তিনি আরও জানান, এ ঘটনায় সাভার থানায় একটি অভিযোগ করলেও এখনো কোনো মামলা হয়নি।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে অসৌজন্যমূলক আচরণ করেন।
এর দু’দিন আগে ওই এলাকায় অন্য একটি পোশাক কারখানা ও দোকানে ডাকাতি হওয়ায় এলাকার ব্যবসায়ীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ৩০ অক্টোবর,২০১৫
আরএইচএস