দিনাজপুর: ‘মানি না, মানব না, ৭টি সৃজনশীল লিখব না’ স্লোগানে ৭টি বিষয়ে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে মাধ্যমিকের শিক্ষার্থীরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে জেলা শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মো. ফরহাদ রেজা, যুগ্ম আহ্বায়ক আবু কায়ছার, মো. রফিক, শিয়াব রাফসান, আবু হাসান খালিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সৃজনশীল পদ্ধতির নামে শিক্ষার্থীদের ওপর মানসিক অত্যাচার বন্ধে এ পদ্ধতি বাতিলের দাবি জানান। অন্যথায় আন্দোলনের হুমকি দেন তারা।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসআর