ঢাকা: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ধৃষ্টতাপূর্ণ ও ন্যাক্কারজনক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকেলে শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার নামধারী মানবতাবিরোধী সংগঠন মন্তব্য করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘এটি একটি জঙ্গিবাদী সংগঠন। এটি মানবাধিকার সংগঠন হতে পারে না। সিরিয়া ও ফিলিস্তিনে সাধারণ মানুষকে হত্যা করলেও তারা কোনো ধরনের কথা বলে না বা তার প্রতিবাদ জানায় না। কিন্তু বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের শুরু থেকেই বিভিন্ন সময় এই ধরনের বিরূপ বিবৃতি দিয়ে আসছে এই সংগঠনটি।
বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, ‘এই সংগঠনের কার্যক্রম বন্ধ করতে হবে। একই সাথে সেই সংগঠনের যারা বাংলাদেশে কাজ করছেন তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে মুক্তিযোদ্ধাদের বিচারে দাবি করে প্রমাণ করলো এই সংগঠনটি আমেরিকা ও পাকিস্তানের পা চাটা সংগঠন। তারা চূড়ান্তভাবে তাদের মুখোশ উম্মোচন করলো এই বিবৃতির মাধ্যমে। ’
তিনি বলেন, ‘জামায়াত-বিএনপি ও আ.লীগসহ সকল রাজনৈতিক সংগঠনে যেসব যুদ্ধাপরাধী আছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ’ এছাড়া যেসব সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না তাদেরও কার্যক্রম বন্ধ করার দাবি জানান তিনি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশলকে তাদের বিবৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে ইমরান বলেন, পরবর্তীতে কঠোর কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বব্যাপী তাদের মুখোশ উম্মোচন করা হবে।
এ সময় ব্রিটেনে অবস্থিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যালয়ে সামনে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন ইমরান এইচ সরকার।
সমাবেশে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার, খেলাঘরের সংগঠক তাহমিন সুলতানা সাথী ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা,অক্টোবর ৩০, ২০১৫
টিএইচ/এমআইকে/আরআই