ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার কাজিপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরী দীনা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে এসব ত্রাণ-সামগ্রী বিতরণ করেন।


 
এ সময় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারে ৩০ কেজি করে চাল, নগদ তিন হাজার টাকা, তিনটি করে কম্বল, রান্নার জন্য পাতিল ও গ্লাস-প্লেট দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহেদুল হকসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার কাজিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৭টি পরিবারের বসতবাড়ি পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।