বরিশাল: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে অনুপ্রবেশের অপরাধে বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজভী আহম্মেদ রাজাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে দুইশ’ টাকা জরিমানাও করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রাথমিকের নিয়োগ পরীক্ষার বরিশাল কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
পরে বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াসুর রহমানের আদালতে তাকে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।
ইলিয়াসুর রহমান জানান, অপরাধ স্বীকার করা তাকে এ সাজা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসএইচ