পিরোজপুর: পিরোজপুরে পাঁচ লিটার দেশিয় মদসহ উজ্জল শীল (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বলেশ্বর ব্রিজের কাছ থেকে তাকে আটক করা হয়।
উজ্জল শীল জিয়ানগর উপজেলার চারাখালী গ্রামের সূর্যকান্ত শীলের ছেলে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বলেশ্বর ব্রিজের কাছ থেকে টহলরত পুলিশ পাঁচ লিটার দেশিয় মদসহ উজ্জলকে আটক করে।
তিনি আরও জানান, আটক উজ্জলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এএটি/এসএইচ