ঢাকা: ‘মুছে যাওয়া দিনগুলি, আমায় যে পিছু ডাকে’/ ‘তুমি কী সেই আগের মতোই আছো, নাকি অনেক খানি বদলে গেছো’/ এই চাঁদ তোমার আমার..’এরকম দুই ডজন গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করলেন ভারতীয় কণ্ঠশিল্পী সমরজিৎ রায়।
শুক্রবার( ৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান-১ এ ইন্দিরা গান্ধী কালরাল সেন্টারে সমরজিতের একক সংগীত পরিবেশিত হয়।
ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে ঢাকায় আসেন সমরজিৎ। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের তথ্য ও সংস্কৃতি বিভাগের অ্যাটাশে রঞ্জন মণ্ডল, ভিসা বিভাগের অ্যাটাশে দীপক দাস ও ডেইলি অবজারভারের নির্বাহী সম্পাদক বদরুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসএস/পিসি