বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সদরের কলেজ মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভুগী আব্দুল গফুর বাংলানিউজকে জানান, তিনি উপজেলার কদমকুড়ি গ্রামে বসবাস করেন। নিজের ব্যবহৃত বাজাজ ডিসকভার (১শ সিসি) মডেলের একটি মোটরসাইকেল ওখানে রেখে আসরের নামাজ পড়তে যান।
নামাজ শেষে এসে দেখেন তার মোটরসাইকেল নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বাংলানিউজকে জানান, তিনি এ ধরনের খবর শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এমবিএইচ/এসএস