ঢাকা: রাজধানীতে শিশুদের জন্য খেলার মাঠ ও পার্ক চাহিদার তুলনায় অপ্রতুল। তাই শিশুদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠা ও তাদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আরও বেশি খেলার মাঠ, খোলা পার্ক, উদ্যানের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় যাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালুমনাই আয়োজিত ক্রিয়েটিং এন আর্বান ওয়েসিস শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান।
স্পিকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই নগরায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শিরীন শারমিন বলেন, সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে ঢাকা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন। কিন্তু সবাইকে একসঙ্গে কাজ করলে ঢাকা নগরীকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগরে পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে তিনি বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরগুলোকে যথাযথ সমন্বয়ের মাধ্যমে কাজ করারও পরামর্শ দেন।
ক্রিয়েটিং অ্যান্ড আর্বান ওয়েসিস প্রকল্পগুলোর মাধ্যমে ছাত্ররা মননশীলতা ও মেধা দিয়ে দেখিয়েছে কিভাবে সীমিত সুযোগের মাঝেও একটি এলাকাকে নগরবাসীর এক মিলন ক্ষেত্রে পরিণত করা যায়। এই ধরনের সৃজনশীল কাজের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালুমনাই এর প্রেসিডেন্ট প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালুমনাই, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, বাংলাদেশ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকাকে কিভাবে নগরবাসীর জন্য একটি মিলনক্ষেত্রে পরিণত করা যায়। সে বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত আয়োজন থেকে নির্বাচিত কিছু প্রজেক্ট নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসএম/পিসি