ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জের বাঁশঝাড়ে ৫৫ বোতল ফেনসিডিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
নবাবগঞ্জের বাঁশঝাড়ে ৫৫ বোতল ফেনসিডিল

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি বাঁশঝাড় থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক যায়নি।



শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের ওই বাঁশঝাড় থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, ভারত থেকে পাচার করে আনা ফেনসিডিলের বোতল বাঁশঝাড়ে লুকিয়ে রাখা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এক অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এএটি/টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।