দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি বাঁশঝাড় থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক যায়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের ওই বাঁশঝাড় থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, ভারত থেকে পাচার করে আনা ফেনসিডিলের বোতল বাঁশঝাড়ে লুকিয়ে রাখা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এক অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এএটি/টিআই