আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, রাতে নবীনগর এলাকা থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল নয়ারহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে কমপক্ষে চারজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসএস