ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ২৩ পরীক্ষার্থী বহিষ্কার, ইউএনওকে হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
আদিতমারীতে ২৩ পরীক্ষার্থী বহিষ্কার, ইউএনওকে হুমকি

লালমনিরহাট: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে লালমনিরহাটের আদিতমারী ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৩ পরীক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় আদিতমারী ইউএনওকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে মোবাইল ফোনে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলামকে হুমকি দেওয়া হয়।



আদিতমারী ডিগ্রি কলেজ কেন্দ্রের হল সুপার ওই কলেজের সহকারী অধ্যাপক কেরামত আলী বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের বিএ ও বিএসএস’র ৬ষ্ঠ সেমিস্টারের সমাজতত্ত্ব পাঠ-৫ পরীক্ষা আদিতমারী ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্রের আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে (০১৭৫৫৩৯৭৩৩৫ নম্বর থেকে) এক নারী নিজেকে জেলা মহিলা লীগের নেত্রী পরিচয় দিয়ে ইউএনও’র মোবাইল ফোনে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।  

এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।