ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে চার ডাকাত আটক, গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
সরাইলে চার ডাকাত আটক, গণপিটুনি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ধরন্তী এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা ডাকাতদের গণপিটুনি দেয়।



শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার ভৈরবপুরের মোচন লাল দাসের ছেলে টিটু দাস (২৬), একই এলাকার মুসলিম মিয়ার ছেলে মোবারক হোসেন (২৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের হযরত সরকারের ছেলে সোহেল সরকার (২১) ও একই গ্রামের হারাধন বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২০)।

গণপিটুনির শিকার চার ডাকাতকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কাছ থেকে দু’টি পাইপগান, একটি বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বাংলানিউজতে জানান, সরাইলের ধরন্তী এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ চার ডাকাতকে আটক করে। পরে উত্তেজিত জনতা ডাকাতদের মারধর করে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।