রাজবাড়ী: রাজবাড়ী জেলা শহরের লোকোশেড এলাকা থেকে ৩৫ লিটার চোলাই মদ ও ২শ’ গ্রাম গাঁজাসহ পাচু চন্দ্র রায় (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত রাত সোয়া ৭টার দিকে শহরের বিনোদপুর লোকোশেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পাচু ঐ এলাকার মৃত পূর্ণ চন্দ্র রায়ের ছেলে।
সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রমজান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পাচুর বাড়ি থেকে ৩৫ লিটার চোলাই মদ ও ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৭(ক)/২২(গ) ধারায় সদর থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেডএস/