ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লামায় স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
লামায় স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

বান্দরবান: বান্দরবানের লামায় মাইক্য চিং মার্মা (২৮) নামে এক স্কুল শিক্ষিকাকে গলাকেটে হত্যা করেছেন পাষণ্ড স্বামী। এসময় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী থোয়াই শৈ মং মার্মা।



শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের সমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাইক্য চিং লামা উপজেলার বড় নুনারবিল মার্মা পাড়ার উক্যাজাই মার্মার মেয়ে এবং লামা রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, উপজেলার লামা পৌরসভার বড় নুনারবিল মার্মা পাড়ার উক্যাজাই মার্মার মেয়ে মাইক্য চিং মার্মার সঙ্গে প্রায় তিন মাস আগে বান্দরবানের মেঘলা এলাকার বাসিন্দা থোয়াই শৈ মং মার্মার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। ঘটনার জের ধরেই স্বামী মাইক্য চিংকে গলাকেটে হত্যা করে।

এরপর স্বামী থোয়াই শৈ বিদ্যুতিক তারে জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় ঘটনা টের পেয়ে থোয়াই শৈকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পুলিশকে বিষয়টি অবহিত করেন স্থানীয়রা।

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার সমিলপাড়া এলাকায় স্কুল শিক্ষিকা মাইক্য চিংকে ঘরের ভেতর গলাকেটে হত্যা করে তার স্বামী থোয়াই শৈ মং মার্মা। এসময় খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করে পুলিশ এবং হত্যাকারী স্বামীকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, স্ত্রী হত্যার দায়ে শৈ মং মার্মাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।