খুলনা: খুলনায় শিবিরের ছয় কর্মীকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ভোর ৫টা ২৫ মিনিটে মহানগরীর খালিশপুরের সিটি পলিটেকনিক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দেলোয়ার হুসাইন (১৮), আমিনুল ইসলাম (১৯), নাহিদ (১৯), হাসান (১৯), মোমিন (১৮) ও আতিকুর রহমান (২০)। আটককৃতদের কাছ থেকে জামায়াত-শিবিরের বেশ কিছু পোস্টার উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু শিবিরকর্মীদের আটকের খবর বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমআরএম/এমজেএফ